আগরতলা,২৯ মার্চ : সংবিধানের ৩৭০ নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণেই লোকসভা নির্বাচনে ৩৭০ নম্বরকেই ভারতীয় জনতা পার্টির একক লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে। আজ মান্দাইয়ে নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপূর্বাঞ্চলে অনেক উন্নতি হয়েছে। যা বিগত সরকার ত্রিপুরার জন্য করতে পারেনি।
তাঁর কটাক্ষ , ৩৫ বছরের শাসন কালে বিগত সরকার সমস্যা জিইয়ে রেখে সরকার পরিচালনা করত। কিন্তু বিজেপি সরকার সমস্যা সমাধানের মধ্য দিয়ে সরকার পরিচালনা করছে। প্রধানমন্ত্রী রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণে উপর জোর দিয়েছেন। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা তিনি করেছেন। আগামীদিনেও বিজেপি সরকার মানুষের কল্যানে কাজ করে যাবে।
তাঁর দাবি, সংবিধানের ৩৭০ নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা এর আগে কোনো প্রধানমন্ত্রী করে দেখাতে পারেননি। এই কারণেই ৩৭০ নম্বরকে সম্মান জানানোর জন্য আসন্ন লোকসভা নির্বাচন ৩৭০ নম্বরকেই ভারতীয় জনতা পার্টির একক লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে। আর জোট শরিকদের মিলিয়ে সেই লক্ষ্যমাত্রা ৪০০ এর উপরে গিয়ে দাঁড়িয়েছে।

