নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : দিল্লির মানুষ খুশি, যে ব্যক্তি তাঁদের মিথ্যা বলেছিল সে অবশেষে জেলে, শুক্রবার এই মন্তব্য করেন বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি। শুক্রবার তিনি দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় দিল্লিতে বয়স্করা পেনশন পাচ্ছিলেন না, দরিদ্ররা রেশন কার্ড পাননি, সরকারি হাসপাতালে জাল ওষুধ বিক্রি হয়েছে। দিল্লিবাসীর মনে ক্ষোভ তৈরি হয়েছে। সেজন্য অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর দিল্লিতে কত লোকই বা রাস্তায় নেমেছিলেন? তিনি আরও বলেন যে, দিল্লির মানুষ খুশি, যে ব্যক্তি তাঁদের মিথ্যা বলেছিল সে অবশেষে জেলে।
2024-03-29