শিলিগুড়িতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আটক এক

শিলিগুড়ি, ২৯ মার্চ (হি. স.) : স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক অভিযুক্তকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ ইব্রাহিম।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরছিলেন এক ছাত্রী। এরপর সন্তোষী নগর এলাকায় ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে স্কুটার আরোহী এক যুবক। ছাত্রীটি ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। এরপর ওই যুবক পালিয়ে যায়। ঘটনার পর ছাত্রী পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর রাতে ওই যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি থানার খালপাদা আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে ফকরিতলা এলাকা থেকে আটক করে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।