নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ: ফের নির্বাচনের প্রাক মুহূর্তে ভোট বয়কট করার ডাক দিয়েছেন জনজাতি অংশের সাধারন নাগরিক। এমনই জানালেন চরিলাম ব্লকের ধারিয়াখোল ভিলেজের জনজাতিদের।
কিছুদিন আগেই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারন মানুষ। তবে সরকারি তরফে ক্ষতিগ্রস্থদের সাহায্য করা হয়। কিন্তু এই টাকা যথেষ্ট নয় বলে দাবি জনজাতিদের।
তাদের দাবি, শিলাবৃষ্টিতে তাদের ঘরের টিনের সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। নতুন টিন কেনার জন্য সরকারের তরফে মাত্র ৪ হাজার টাকা প্রদান করা হয়। এই টাকা দিয়ে টিন কেনা সম্ভব নয়। তাই যেন সরকার নিজেই তাদের টিন কিনে দেয়। নাহলে তারা ভোট বয়কট করবে।