ভুবনেশ্বর, ২৯ মার্চ (হি.স.) : আমি নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত, এই মন্তব্য করেন বিজেডি প্রার্থী প্রদীপ মাঁঝি। তিনি ভুবনেশ্বরের বিজেডি নবরঙ্গপুরে লোকসভা প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে তিনি শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে, আমি তা নিয়ে অত্যন্ত উত্তেজিত এবং আনন্দিত। জনগণ আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে আমি তার মর্যাদা রাখবো। তিনি আরও বলেন, আজ, ওড়িশায়, নবীন পট্টনায়েক মানে রূপান্তর। তিনি প্রতিটি ক্ষেত্র, বর্ণ, ধর্ম এবং শ্রেণীর জন্য কাজ করেছেন। ওড়িশার রাস্তাগুলি ভারতের সেরা রাস্তা হয়ে উঠেছে; শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। বিজেডি আশাবাদী যে নির্বাচনে আমরা ভালো ফল করবোই।
2024-03-29

