ঢোলা, ২৯ মার্চ (হি.স.) : দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে জনসভায় যোগ দিতে দক্ষিণ ২৪ পরগনার কুল্পির ঢোলাতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ৩০ শে মার্চ শনিবার বেলা ১ টায় ঢোলাতে জনসভা অনুষ্ঠিত হবে। সভা মঞ্চ থেকে দলীয়
প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার শুরু করবেন তিনি। তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যেমন চলছে মঞ্চ তৈরির কাজ ঠিক তার পাশেই তৈরী করা হয়েছে হেলিপ্যাড। ইতিমধ্যেই প্রস্তুতি হিসেবে হেলিপ্যাডে হেলিকপ্টারের ওঠা নামা সম্পূর্ণ করা হয়েছে। অন্যদিকে সভাতে নিরাপত্তা আঁটোসাটো করতে প্রশাসনিক তৎপরতায় চলছে নজরদারি। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানান, মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনসভায় লক্ষাধিক কর্মী সমর্থকদের জনসমাগম হবে। আর তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, “ এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গতবারের তুলনায় আরও অনেক বেশি ভোটের ব্যবধানে জয় পাবে। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সেই প্রার্থী বাপি হালদারের সমর্থনে সভা করতে। মঞ্চ তৈরির কাজ চলছে জোরকদমে ।”

