কেজরিওয়ালকে আদালতে পেশ করল ইডি, এএপি প্রধান বললেন সবটাই রাজনৈতিক চক্রান্ত

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): আবগারি মামলায় ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “সবটাই রাজনৈতিক চক্রান্ত।” আবগারি দুর্নীতি মামলায় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করেছে ইডি।

কড়া নিরাপত্তা বেষ্টনীতে দিল্লির মুখ্যমন্ত্রীকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতাও। কেজরিওয়ালকে যখন আদালতের ভিতরে কোর্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র এবং জনগণ এর জবাব দেবে।”