ক‌রিমগ‌ঞ্জের চর‌গোলায় ‌সড়ক দুর্ঘটনা, হত পথচারী, প্রতিবা‌দে সড়ক অব‌রোধ

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : ক‌রিমগ‌ঞ্জ জেলা সদরের পার্শ্ববর্তী চর‌গোলায় সংঘটিত এক ‌সড়ক দুর্ঘটনা মৃত্যু হয়েছে জনৈক পথচারীর। নিহত ব্যক্তিকে স্থানীয় নাইরগ্রামের বাসিন্দা বছর ৬০-এর খলিলুর রহমান বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিবা‌দে চরগোলায় ৮ নম্বর জাতীয় সড়কে অব‌রোধ গড়ে তুলেন স্থানীয় উত্তেজিত জনতা।

জানা গে‌ছে, আজ বুধবার সকা‌লে বদরপুর থে‌কে এএস ১০ এ ৭৮৪০ নম্বরের এক‌টি অল্টো কার ক‌রিমগঞ্জের উদ্দেশ্যে আসছিল। কিন্তু চরগোলা এলাকায় এসে জা‌তীয় সড়‌কের পা‌শে দণ্ডায়মান পথচারী খ‌লিলুর রহমানকে অর্তকি‌তে ধাক্কা দেয়। ধাক্কায় তি‌নি সড়‌কে ছিটকে পড়েন। প্রচণ্ড রক্ত ঝরিয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ফেলেন তিনি।

এদিকে খ‌লিলুর রহমানের মৃতদেহ সড়কে রেখে অবরোধ গড়ে তুলেন এলাকার উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় করিমগঞ্জ সদর থানার পুলিশ। পুলিশ উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক ক‌রে। এর পর মৃতদেহটি জাতীয় সড়ক থেকে উদ্ধার করে তার ময়না তদন্ত করতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে ঘাতক অল্টো কারকে নি‌জে‌দের জিম্মায় নি‌য়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *