নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি হচ্ছে ২৮ মার্চ, বৃহস্পতিবার। ওই দিন থেকেই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও। এই দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনের পাশাপাশি আউটার মণিপুরের একটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কেরল, কর্ণাটক, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা এবং মণিপুরে দ্বিতীয় দফায় ভোট হবে।
মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। এই পর্বের ভোট হবে ২৬ এপ্রিল। জম্মু ও কাশ্মীর বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মনোনয়ন স্ক্রুটিনি করা হবে ৫ এপ্রিল। জম্মু ও কাশ্মীরে স্ক্রুটিনি হবে ৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ৮ এপ্রিল।