নেপালে মাস্টার্স অ্যাথলেটিক্সে মীট প্রথম দিনেই পদকের ছড়াছড়ি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রতিটি ইভেন্টেই পদক পাচ্ছেন ত্রিপুরার এথলেটরা। প্রতিবেশী রাষ্ট্র নেপালে চ্যাম্পিয়নশিপ। মাস্টার্স অ্যাথলেটিক্সের আসর। প্রথম দিনে প্রচুর পদক ত্রিপুরা শিবিরে। কেউ বলছেন আমন্ত্রণ মূলক প্রতিযোগিতা কেউ আবার বলছেন অংশগ্রহণকারী রাষ্ট্রের সংখ্যা হাতে গোনা কয়েকটি মাত্র। স্বাভাবিক কারণে বিশেষ করে নিজ নিজ ইভেন্টে নেমেই স্বর্ণপদক পেয়ে যাচ্ছে এক দুইটি ক্ষেত্রে হয়তো রৌপ্য পদক বা ব্রোঞ্জ পদক পাচ্ছেন। এপর্যন্ত পুরুষ ও মহিলা বিভাগে ২২ জন এথলেট ৩৪ টি স্বর্ণপদকসহ মোট ৪৩ টি পদক জিতে নিয়েছে। নেপালের ইয়ুথ স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত নেপাল আন্তর্জাতিক গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৪ সেখানকার পোখারায় রংশালা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *