আগরতলা, ২৭ মার্চ: ত্রিপুরার দুইটি লোকসভা আসনেই পদ্ম ফুল ফুটবে। আজ রাজ্যে আসে এমনটাই দাবি করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি।
প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে রাজ্যে এসেছেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়ক সিং সাইনি। এদিন তিনি মনোনয়ন মিছিলেও অংশগ্রহণ করেন।
এদিন তিনি বলেন, হরিয়ানায় গিয়ে সাংসদ বিপ্লৱ কুমার দেব দাবি করেছিলেন ১০টি লোকসভা আসনেই পদ্ম ফুল ফুটবে। আজ তিনি ত্রিপুরার বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সর্মথনে আসে দাবি করেছেন ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবেন।