ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর বি-র পথ অনুসরণ করে সদর এ-ও শেষ চারে খেলা নিশ্চিত করেছে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে। তবে সদর এ-ও নয় রানে কষ্টার্জিত জয় পেয়েছে কৈলাশহরের বিরুদ্ধে। মূলতঃ হেরে বিদায় কৈলা শহরের। নকআউট খেলায় সদর এ কৈলাশহর কে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। নীপকো মাঠে সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে সদর-এ প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৩.৩ ওভার খেলে ১৩০ রানে ইনিংস শেষ করে। জবাবে কৈলাশহর ব্যাট করতে নেমে ৩১ ওভার খেলে ১২১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ব্যাটিংয়ে সদরের তানিষ্ক চক্রবর্তীর ৩৪ রান এবং কৈলাসহের দেবরাজ চক্রবর্তী ৩৪ ও ঋদ্ধিমান সরকারের ৩২ রান উল্লেখ করার মতো। বোলিংয়ে সদর এ-র অঙ্কিত দাস ২৭ রানে ৫টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। কৈলাশহরের সোহান মিয়া সূর্য ২৯ রানে চারটি এবং রাজদীপ সিনহা ১১ রানে তিনটি উইকেট পেয়েছিল। আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্চায়েত মাঠে ধর্মনগর ও বিশালগড় এবং নীপকো মাঠে চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদয়পুর ও খোয়াই পরস্পরের মুখোমুখি হবে।
2024-03-27