আগরতলা, ২৭ মার্চ: রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে দীপক মজুমদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।এদিন তিনি সদর মহকুমা শাসক রঞ্জিত দাসের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিন সকালে বিভিন্ন মন্দিরে পূজার দিয়ে মনোনয়ন দাখিল করার জন্য রওনা হয়েছিলেন। তারপর প্রার্থী সহ দলের কার্যকর্তা ও আগরতলা পুর নিগমের কর্পোরেটররা প্রগতি স্কুল মাঠে জমায়েত হয়ে একটি রেলির মাধ্যমে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে দিয়ে শহর পরিক্রমা করে সদর মহকুমা শাসকের পৌঁছেছিলেন। তারপর সদর মহকুমা শাসকের কাছে প্রার্থী দীপক মজুমদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রামনগরের প্রাক্তন বিধায়ক প্রয়াত সুরজিত দত্তের স্ত্রী। তাছাড়া উপস্থিত ছিলেন দলের সহ সভা নেত্রী পাপিয়া দত্ত, সংখ্যালঘু মোর্চার নেতা জসিমুদ্দিন প্রমুখ।