আগামীকাল মনোনয়নপত্র জমা করবেন বিজেপি জোট ও ইন্ডি জোটের প্রার্থীরা, লোকসভা ভোটে পশ্চিম আসনে শক্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি জোট এবং বিরোধীপক্ষ ইন্ডি জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বুধবার। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই টানাপোড়ন শুরু হয়েছে। একই স্থান এবং প্রায় একই সময়ে এই মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় দল। যদিও প্রশাসনিক হস্তক্ষেপে সময়ের পরিবর্তন ঘটেছে। তবুও একইদিনে এই মনোনয়নপত্র জমা করার সিদ্ধান্তকে একপ্রকার লোকসভা নির্বাচনের পূর্বে শক্তি যাচাই করার পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে দুই দলেই মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হেভিওয়েট নেতৃত্বরা।

পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে রাজ্যে আসছেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়ক সিং সাইনি এবং হারিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এদিকে ইন্ডি জোটের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা কানাইয়া কুমার। ফলে একপ্রকার নির্বাচনের পূর্বে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়েই কোন জোটের পাল্লা ভারী তা নির্ণয় করা যাবে। এদিকে এই মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে দুই দলই জানিয়েছে বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই মনোনয়নপত্র দাখিলের কাজ অনুষ্ঠিত হবে। ফলে যেহেতু একই দিনে এই মনোনয়নপত্র দাখিল করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শাসক জোট এবং ইণ্ডি জোটের প্রার্থীরা, ফলে কোন দল জনসমর্থনের দিক থেকে কতটুকু এগিয়ে তা অনেকটাই যাচাই করা যাবে।

যদিও একই দিনে প্রায় একই সময়ে দুই দলের দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। উভয় দল দাবি করেছে তারা নির্বাচন দপ্তরের কাছ থেকে অনুমতি নিয়েই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচী চূড়ান্ত করেছে।

বুধবার সকাল ১০টায় শাসকদল বিজেপি তাদের লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিজেপির এক রাজ্য নেতা জানিয়েছেন সকাল দশটায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবে। সেখান থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের মনোনয়নপত্র দাখিলের মিছিল শুরু হবে।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন বুধবার পশ্চিম ত্রিপুরার কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের কর্মসূচি রয়েছে। ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহার মনোনয়ন পত্র দাখিলের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। রবীন্দ্র ভবনের সামনে কর্মী সমর্থকরা জড়ো হবেন। সেখান থেকে মিছিল করে তারা অবলা চৌমনিতে গিয়ে সভা করবেন। কিন্তু পরবর্তীতে এই সময় পরিবর্তন করে দুপুর বারোটা করা হয়েছে বলে জানা গেছে। কংগ্রেসের মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে সর্বভারতীয় যুবনেতা কানাইয়া কুমার উপস্থিত থাকবেন বলে সুদীপ রায় বর্মন ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস রাজ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল। কিন্তু এর ফলাফল থেকে এটাই স্পষ্ট হয় যে এই জোটকে পছন্দ করেনি রাজ্যের জনগণ। এদিকে লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের প্রধান বিরোধী দল মিশে গেছে শাসকদলে। ফলে আরো একটি নতুন জোট প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। এই দুই জোটের মধ্যে কোন জোটের গ্রহণযোগ্যতা রাজ্যে সব থেকে বেশি তার প্রমাণ মিলবে লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই। কিন্তু পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কোন দলের পাল্লা ভারী তার প্রমাণ মনোনয়নপত্র দাখিলের জমায়েতেই লক্ষ্য করা যাবে তা বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *