বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.): রবিবার লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে ১১১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তাতে একাধিক চমক দিয়েছে বিজেপি।

একদিকে যেমন শিল্পপতি ও কংগ্রেসের প্রাক্তন সাংসদ নবীন জিন্দালকে প্রার্থী করা হয়েছে, তেমনই তালিকায় আছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং এবং অশ্বিনীকুমার চৌবে। শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনকে ঝাড়খণ্ডের দুমকা থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও নিজের আসন সুলতানপুর থেকেই টিকিট দেওয়া হয়েছে মানেকা গান্ধীকে। তবে মানেকার ছেলে বরুণ গান্ধীকে পিলভিট থেকে প্রার্থী করা হয়নি।

এর পাশাপাশি বেগুসরাই থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পটনাসাহিব থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি নিত্যানন্দ রাই লড়ছেন বিহারের উজিয়াপুর কেন্দ্র থেকে। ২০১৯ সালের পর আরও একবার পুরী থেকে প্রার্থী হয়েছেন সম্বিত পাত্র। সম্বলপুর থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বালাসোর থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারেঙ্গি। তাঁর মেয়ে অপরাজিতা সারেঙ্গিকেও ভুবনেশ্বর থেকে প্রার্থী করেছে বিজেপি। একইসঙ্গে বিজেপির প্রবীণ নেতা রাজীব প্রতাপ রুডিও সরন কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। উত্তরপ্রদেশের বরাবাঁকি থেকে রাজরানি রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছে। ওয়েনাড কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কে সুরেন্দ্রনকে প্রার্থী করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *