জয়পুর, ২৫ মার্চ (হি. স.) : জয়পুরে রহস্যমৃত্যু হলো একই কোচিং সেন্টারে পাঠরত দুই সহপাঠীর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, ২০ বছরের যুবক এবং ১৯ বছরের যুবতী, একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। তবে কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী দুজনের নাম যতীন সাইন এবং অঙ্কিতা যাদব। জানা গিয়েছে, তাঁরা দুজনেই জয়পুরের বাসিন্দা এবং একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। শহরের একটি গাড়ির ভেতর থেকে তাঁদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশের তরফ থেকে দুজনের পরিবারে খবর দেওয়া হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।