নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে আম আদমি পার্টি। হোলির দিনেও এর ব্যতিক্রম হয়নি। কেজরিকে সমর্থন জানাতে এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে তারা। সোমবার দুপুরে এমনটাই জানালেন এএপি নেত্রী অতিশী।
তিনি বলেন, আজ থেকেই আম আদমি পার্টির সব নেতা নেত্রী, বিধায়ক, সাংসদ-সহ কর্মী, সমর্থকরা সকলে নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট-এর প্রোফইল পিকচার পাল্টে এএপি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ছবি রাখবেন। শুধু পথে নেমে নয়, কেজরিওয়ালের জন্য সমর্থন আদায়ে যে এবার ভার্চুয়াল জগতেও ঝাঁপিয়ে পড়তে চলেছে আম আদমি পার্টি, তা স্পষ্ট অতিশীর বার্তায়।