নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : পূর্ব দিল্লিতে বৈদ্যুতিক শক লেগে গুরুতর আহত হয়েছেন ৬ জন ব্যক্তি। দিল্লির মান্দাওয়ালিতে হোলি উৎসব পালনের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। পূর্ব দিল্লির পাণ্ডব নগর এলাকায় এদিন হাই টেনশন তারের আঘাতে বৈদ্যুতিক শক লেগে আহত হন একই পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি পুলিশের এক আধিকারিক এদিন জানিয়েছেন, “হোলি উদযাপনের সময় পূর্ব দিল্লির পাণ্ডব নগর এলাকায় হাই-টেনশন তার থেকে বৈদ্যুতিক শক লেগে আহত হন একটি পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এখনও পর্যন্ত পরিবারের সদস্যদের শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।