হাফলং (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : সমরজিৎ হাফলংবারকে ‘পাল্টুরাম’ বলে অ্যাখ্যা দিয়েছে ডিমা হাসাও জেলা কংগ্রেস। শুক্রবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর ডিমা হাসাও জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কালিজয় সেংইয়ং এক প্রেস বিবৃতিতে সমরজিৎ হাফলংবারকে ‘পাল্টুরাম’ বলে কটাক্ষ করেছেন।
এক প্রেস বিবৃতিতে কালিজয় সেংইয়ং লিখেছেন, সম্প্রতি দেশের রাজনীতিতে প্রচলিত একটি শব্দ পাল্টুরাম। আর সমরজিৎ হাফলংবার হচ্ছেন ডিমা হাসাও জেলার রাজনীতিতে পাল্টুরাম। প্রেস বিবৃতিতে কালিজয় বলেন, সমরজিৎ হাফলংবার যে বিজেপি দলে যোগ দিতে চলছেন তা ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতা কর্মীদের কাছে প্রত্যাশিত ছিল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের সময় থেকে।
বিবৃতিতে তিনি লিখেছেন, সমরজিৎ হাফলংবারের অযোগ্য নেতৃত্ব ও তাঁর আচরণ কংগ্রেস কর্মীদের মনোবল ও দলের ছবি খারাপ করেছে পাহাড়ি জেলায়। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের গত নির্বাচনে ছয় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থেকে শুরু করে মনোনয়ন পত্র পরীক্ষা পর্যন্ত সময়কালে সদ্যপ্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবারের হাল ছেড়ে দেওয়ার মনোভাব সন্দেহজনক ছিল। তাই অসম প্রদেশ কংগ্রেস গত ১৩ মার্চ সমরজিৎ হাফলংবারকে ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করেছিল, প্রেস বিবৃতিতে উল্লেখ করেছেন কালিজয় সেংইয়ং।