আগরতলা, ২৩ মার্চ: কমিউনিস্টরা নতুন প্রজন্মকে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরী করেছিল। ড্রাগসের হাতিয়ার করে কমিউনিস্টরা ত্রিপুরায় রাজ করতে চেয়েছিল। আজ বনমালিপুর মন্ডলের অন্তর্গত পৃষ্ঠাপ্রমুখ ও কার্যকর্তা সম্মেলন সিপিএমের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, কংগ্রেস কমিউনিস্ট কখনো গরিবদের দিকে তাকায় নি। কমিউনিস্টদের সবসময় দলের দিকেই নজর থাকতো। এর কংগ্রেসের নেতৃত্বরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করতেন। কিন্তু বিজেপি সরকার রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রয়াস নিয়েছে। ২৫ বছর সিপিএমের সরকার মহিলাদের স্বনির্ভর করতে কোনো পদক্ষেপ নেননি।
এদিন তিনি জোর গলায় বলেন , তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের মহিলাদের ৩৩ শতাংশ সরকারি চাকুরীতে সংরক্ষণ দিয়েছিলাম। কিন্তু বহু কমিউনিস্ট রাজ্যের মহিলাদের সরকারি চাকুরীতে সংরক্ষণের কোনো সিদ্ধান্ত নেন নি। তারা শুধু রাজ্যের মহিলাদের নারী সমিতি করিয়েছে।
তাঁর কটাক্ষ, কমিউনিস্টের ক্যাডাররা রাজ্যের নেশা সামগ্রী প্রবেশ করিয়েছে। যার ক্রোন দিন দিন যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। কিন্তু ২০১৮ সালে পর থেকে বিজেপি সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা করছে।
তাঁর আরও কটাক্ষ ,কমিউনিস্টরা রাজ্যের জনগণ ও নতুন প্রজন্মকে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরী করেছে। ড্রাগসের আড়ালে কমিউনিস্টরা ত্রিপুরায় রাজ করতে চেয়েছিল।
তাঁর দাবি , কংগ্রেস -সিপিএমের কারণে ত্রিপুরায় দাঙ্গা হয়েছিল। বিগত দিনে কমিউনিস্টরাই কংগ্রেসের কর্মীকে খুন করেছিল। এখন লোকসভা নির্বাচনের কংগ্রেসের প্রার্থীকে সিপিএম সমর্থন করছে। তেমনি কংগ্রেসও সিপিএমের প্রার্থীকে সমর্থন করছে।

