গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটি মহানগরে ফের উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। আজ শনিবার সকালে হাতিগাঁও থানা এলাকার শংকর পথের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে লখিমপুর জেলার ঘিলামরার বাসিন্দা প্ৰদীপ দাস নামের যুবকের মৃতদেহ।
জানা গেছে, বন্ধু সঙ্গে শংকর পথের ৪০ নম্বর বাড়ির একটি ভাড়াঘরের আবাসিক ছিলেন প্ৰদীপ দাস। ইতিমধ্যে ঘটনাস্থলে হাতিগাঁও থানা থেকে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি প্রদীপের মৃত্যু সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছে হাতিগাঁও থানার পুলিশ।
মৃত প্রদীপ দাসের দাদা জানান, ‘সম্প্রতি ক্যাফে ৯০-এ যোগদান করেছিলেন ভাই। মাত্র কুড়িদিন হয়েছে, এই বাড়িতে তার এক বন্ধুর সঙ্গে ছিলেন প্রদীপ। গতকাল সে আমাকে ডেকেছিল। আমি এসে তার সঙ্গে দেখা করেছি। বলেছিল, সে ভালোই আছে। যা-ই হোক, আজ সকাল প্রায় সাড়ে ছয়টার দিকে তার রুমমেট আমাকে ফোন করে জানায় যে আমার ভাইয়ের শ্বাস বন্ধ হয়ে গেছে। আমাকে দ্রুত আসার জন্য অনুরোধ করেছিল বন্ধুটি।’
তিনি বলেন, ‘পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। বিষপান না-অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে আমাদের ময়না তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।’