রাজ্যপাল বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

কলকাতা, ২২ মার্চ (হি.স.): বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল বাংলার শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, রাজ্যপাল বোস তাঁর ক্ষমতার সীমা-পরিসীমা মানছেন না। সংবিধানের দেওয়া ক্ষমতার পরোয়া না করেই তিনি লোকসভা ভোটের আগে বাংলায় একটি নিজস্ব নির্বাচনী ব্যবস্থা চালাচ্ছেন। এমনকি, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাংলার মানুষের জন্য অভিযোগ জানানোর একটি আলাদা পোর্টাল খুলেছেন তিনি। নাম দিয়েছেন ‘লোগ সভা পোর্টাল’।

শুক্রবার এই মর্মে রাজ্যপালের নানা কাজের বর্ণনা দিয়ে নির্বাচন কমিশনকে ১২ পাতার একটি চিঠি দিয়েছে তৃণমূল। ওই চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তৃণমূল। একই সঙ্গে নির্বাচন কমিশনকে জানিয়েছে, তারা যেন অবিলম্বে ওই রাজ্যপালের চালু করা ওই পোর্টাল বন্ধ করার ব্যবস্থা করে।

গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাজ ভবনের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোর্টালের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, ‘‘বাংলার মানুষের সঙ্গে ভোটের সময় সরাসরি যুক্ত থাকার জন্য একটি পোর্টাল চালু করেছেন রাজ্যপাল বোস। এই ‘লোগ সভা পোর্টালের’ মাধ্যমে যে কোনও অভিযোগ এবং পরামর্শ রাজ্যপালকে জানানো যাবে।’’ তৃণমূলের আপত্তি সেখানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *