কলকাতা, ২২ মার্চ(হি.স.) : শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল। দীর্ঘদিন আইপিএল খেলেননি এবার এমন ৭জন ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে চলেছে। এঁরা হলেন :
যশপ্রীত বুমরা : গত বার পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি তিনি। চোটের কারণে তাঁর কেরিয়ার নিয়ে একটা সংশয়ও তৈরি হয়েছিল। কিন্তু গত বছর আগস্টে চোট সারিয়ে ফিরে আসার পর বুমরা ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত বল করেছেন।
ঋষভ পন্থ : ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনা হওয়ার পর তিনি আর কোনও দিন ক্রিকেট খেলতে পারবেন কিনা এনিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তিনি এখন সুস্থ হয়ে আইপিএলের মধ্য দিয়েই ক্রিকেটে ফিরছেন। শুধু তাই নয় আইপিএলে দিল্লির হয়ে নেতৃত্বও দেবেন তিনি।
শ্রেয়স আয়ার : কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গত বছর পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি। তারপরে অস্ত্রোপচার করার পর সুস্থ হয়ে ফিরেও আবার ইংল্যান্ড সিরিজ এবং রঞ্জি ট্রফিতে চোট পেয়েছিলেন। তবে আবার সুস্থ হয়ে এবার আবার আইপিএলে খেলতে চলেছেন নাইট রাইডার্সের হয়ে। তবে ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি।
মিচেল স্টার্ক : ২০১৫ সালে শেষবার আইপিএলে খেলেছেন। এবার আবার আইপিএলে ফিরছেন। এবার আইপিএলে প্রায় ২৫ কোটি টাকা দাম নিয়ে অর্থের সব নজির ভেঙে দিয়েছেন।
প্যাট কামিন্স : গত বারের আইপিএলে কেকেআর থেকেও খেলেননি কামিন্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ নিয়ে ব্যস্ত ছিলেন। এবার বড় কোনও প্রতিযোগিতা না থাকায় জন্য আইপিএলে খেলছেন। ২০ কোটি টাকায় হায়দরাবাদে যোগ দিয়েছেন। এবার হায়দরাবাদের অধিনায়কও তিনি।
জনি বেয়ারস্টো : ২০২২-এর সেপ্টেম্বরে পা ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল। খেলতে পারেননি গত বারের আইপিএলে। এবার সুস্থ হয়ে ইংল্যান্ড দলের সঙ্গে ভারত সফরে এসেছিলেন। এবার আইপিএলে খেলবেন পঞ্জাব কিংসের হয়ে। ভারত সফরে এসে আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। এবার পুরনো বেয়ারস্টোকে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।
কেন উইলিয়ামসন : গত বছর প্রথম ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পান। তারফলে আইপিএল থেকেই ছিটকে যান তিনি। এরপর সুস্থ হয়ে ফিরে বিশ্বকাপে খেলেছেন। এবার তিনি পুরো ফিট হয়ে গুজরাতের হয়ে খেলার জন্য তৈরি।

