হায়দরাবাদ, ২২ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সম্পূর্ণ নিন্দা করছি, শুক্রবার কেজরিওয়ালের গ্রেফতার প্রসঙ্গে একথা বলেন তেলেঙ্গানা রাজ্য সরকারের বিশেষ প্রতিনিধি মাল্লু রবি। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সম্পূর্ণ নিন্দা করছি।
তেলেঙ্গানা রাজ্য সরকারের বিশেষ প্রতিনিধি মাল্লু রবি বলেছেন, “আমি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের সম্পূর্ণ নিন্দা করছি। এটি একটি রাজনৈতিক গ্রেফতার, মুখ্যমন্ত্রীর ভুলের কারণে এই গ্রেফতার করা হয়নি। বিজেপি চায় না এএপি দল কোনওভাবেই ”আইএনডিআই” জোটের পক্ষে চলে যাক। বিজেপি খুব বড় ভুলই করেছে। ভারতের মানুষ, বিশেষ করে দিল্লির মানুষ গণতন্ত্রকে ভালোবাসে। আর যাঁরা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে তাঁদের আসন্ন লোকসভা নির্বাচনে শাস্তি দেবে জনগণ।”

