আগরতলা, ২২ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের আঁচ করতে পেরে সর্বভারতীয় কংগ্রেস দলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবার ষড়যন্ত্রে সামিল হয়েছে। আজ প্রদেশ কংগ্রেস ভাবনে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
এদিন তিনি বলেন, কংগ্রেস দলের ব্যাঙ্ক একাউন্ট অনৈতিক ভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছে। যাতে লোকসভা নির্বাচনে কংগ্রেস লড়াই করতে না পারে।
তাঁর অভিযোগ, বলপূর্বক চাঁদা আদায় করার মতো সর্ব বৃহত্তম কেলেঙ্কারি দেশে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করছে। ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে রাজনৈতিক দল অর্থলুঠ করে নিচ্ছে।

