১০২ পরিবারের প্রায় ৬০০ ভোটার সিপিআইএম ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান

আগরতলা,২২ মার্চ : রাজ্যের বিভিন্ন প্রান্তের শ্রমিক শ্রেণীর ১০২ পরিবারের প্রায় ৬০০ ভোটার সিপিআইএম ত্যাগ করে রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছেন। এদিন তাঁদের দলে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত।

এদিন অমিত রক্ষিত বলেন , তাঁরা গোমতী জেলার দমছড়া, পানিসাগর, উদয়পুর সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছেন। পাশাপাশি ঊনকোটি জেলা এবং উত্তর জেলার থেকেও এসেছেন।

এদিন তিনি আরও বলেন, বিজেপি দলের কোনো দলীয় রঙ নেই। বিজেপি সরকারের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের ধারা বয়ে চলছে। তা দেখে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিজেপি দলে যোগদান করেছেন।