কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা অভিষেকের

পূর্ব বর্ধমান, ২২ মার্চ (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার কাটোয়ায় তৃণমূলের জনগর্জন সভায় তিনি বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এসে কিষাণ ক্রেডিট কার্ড ও লক্ষ্মীরভাণ্ডার বন্ধ করার চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।

তিনি সাফ জানান, তৃণমূলের হাত শক্তিশালী করলে, আগামী ৩১ ডিসেম্বেরের মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি আদেবনকারীদের অ্যাকাউন্টে চলে যাবে।