আপ কর্মীদের বিক্ষোভ কলকাতায়, বিজেপি কার্যালয়ের সামনে অশান্তি

কলকাতা, ২২ মার্চ (হি.স.): কলকাতায় মুরলীধর লেনের কাছে বিজেপি কার্যালয়ের সামনে ধুন্ধুমার। লাঠি নিয়ে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যাওয়া, মারধর, মহিলা আপ কর্মীদের হেনস্থার অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর প্রতিবাদে শুক্রবার গোটা দেশ জুড়ে আপের কর্মী, সমর্থকরা প্রতিবাদ আন্দোলন শুরু করে। কলকাতায় কেজরির গ্রেফতারির প্রতিবাদে আপ কর্মী, সমর্থকদের প্রতিবাদে মিছিল করা হয়। কলকাতায় বিজেপি অফিস অভিযানের ডাক দেন তাঁরা। মিছিল করে বিজেপির কার্যালয় যাওয়ার পথে মহম্মদ আলি পার্কের কাছে পুলিশ তাঁদের আটকায়।

অন্যদিক, বিজেপি কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আপ কর্মীদের অভিযোগ, এর মাঝেই বিজেপি দফতর থেকে লাঠিসোটা নিয়ে বেশ কিছু বিজেপি কর্মীরা বেরিয়ে আসেন। আপ কর্মীদের উপর চড়াও হন তাঁরা। আপ কর্মীদের মারধর করা হয়। মহিলা আপ কর্মীদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ।