ময়নাগুড়ি, ২২ মার্চ (হি.স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপাট্টি গোডাউন মোড় এলাকায় এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক। ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে । মৃত যুবতীর নাম পঞ্চমী সরকার(২৬)। ঘটনায় মোট তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চ্যাংরাবান্ধার দিক থেকে ট্রাকটি ময়নাগুড়ির দিকে আসছিল। সেসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের দোকানে ঢুকে যায়। দোকানের ভেতর সেসময় ভাইকে সঙ্গে নিয়ে পড়াশুনো করছিল পঞ্চমী। ট্রাকটি এমনভাবে ভেতরে ঢুকে যায় যে দোকানের পাকা পিলার, দেওয়াল ভেঙে পড়ে। ট্রাকের নীচে আটকে যায় ওই যুবতী। দুর্ঘটনার পর তীব্র আওয়াজ শুনে আশেপাশের এলাকার লোক এসে উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আর্থমুভার নিয়ে এসে ট্রাকটিকে সরিয়ে ভেতর থেকে যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর ভাই অলোক সরকার অক্ষত রয়েছে। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।