থিম্পু, ২২ মার্চ (হি.স.): ভুটান ও ভারতের সম্পর্ক যেমন প্রাচীন তেমনই নতুন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভুটানের টেন্ড্রেলথাং ফেস্টিভ্যাল গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত ও ভুটানের মধ্যে সম্পর্ক যেমন প্রাচীন তেমনই নতুন এবং সমসাময়িক। আমি যখন ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখন আমার প্রথম বিদেশ সফর হিসেবে ভুটান সফর করাটাই স্বাভাবিক ছিল। ১০ বছর আগে ভুটান কর্তৃক প্রসারিত স্বাগত ও অভ্যর্থনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুকে স্মরণীয় করে তুলেছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত ও ভুটানের তরুণদের আকাঙ্খা ও লক্ষ্য একই রকম। ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, যেখানে ভুটান ২০৩৪ সালের মধ্যে একটি উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আপনাদের লক্ষ্য পূরণ করতে, বিবি অর্থাৎ ব্র্যান্ড ভুটান এবং ভুটান বিলিভ উভয়কেই সফল করতে ভারত আপনার সঙ্গে প্রতিটি পদক্ষেপে দাঁড়িয়ে আছে।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারত এবং ভুটান একটি যৌথ ঐতিহ্যের অংশ। ভগবান বুদ্ধের জন্মস্থান ভারত। এটি সেই স্থান যেখানে ভগবান বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। অন্যদিকে, ভুটান হল সেই জায়গা যা ভগবান বুদ্ধের শিক্ষা গ্রহণ ও সংরক্ষণ করেছে।”