নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.): অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে দায়ের করা হল জনস্বার্থ মামলা। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে যাতে এএপি প্রধানকে সরানো হয়, সেই আবেদন জানানো হয় দিল্লি হাইকোর্টে। যে পিটিশন দিল্লি হাইকোর্টে জমা পড়েছে, সেখানে কেজরিকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়।