রায়পুর, ২০ মার্চ (হি. স.): ছত্তিশগড়ের রায়পুরে মর্মান্তিক দুর্ঘটনা। শপিং মলে ঘুরতে গিয়ে কোল থেকে পড়ে মৃত্যু হল শিশুর। জানা গেছে, মঙ্গলবার রাতে শপিং মলের তিনতলা থেকে পড়ে যায় শিশুটি।
শপিং মলের সিসিটিভি থেকে দেখা গিয়েছে, একজন ব্যক্তির কোলে শিশুটি ছিল। শপিং মলের চলন্ত সিড়ির কাছে আর একটি শিশুকে উঠতে সহায়তা করার সময়ই কোল থেকে পিছলে পড়ে যায় শিশুটি। প্রায় ৪০ ফুট উপর থেকে পড়ে যায় শিশুটি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।