নিশীথ-উদয়ন সংঘর্ষে উত্তপ্ত দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল, খোঁচা উদয়নের

কোচবিহার, ২০ মার্চ (হি.স.) : নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ দুই মন্ত্রীর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার রাতে এই ঘটনায় প্রতিবাদে বুধবার সকাল থেকে এলাকায় ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে তৃণমূল। যার পরিপ্রেক্ষিতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। এই সফর নিয়েও সিভি আনন্দ বোসকে বিঁধলেন উদয়ন গুহ। ইঙ্গিতে তাঁকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করলেন তিনি।

বুধবার একাধিক কর্মসূচি বাতিল করে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে রাজ্যপালকে আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ইঙ্গিতে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। সোশাল মিডিয়ায় লিখেছেন, “মাননীয় রাজ্যপাল মহোদয়, শুনলাম আপনি দিনহাটায় আসছেন। নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই নিয়ে আসবেন।” প্রসঙ্গত, এই প্রথম নয়। বারবার রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করা, বিজেপির হয়ে সুর চড়ানোর অভিযোগ করেছে শাসকদল। এদিনও ইঙ্গিতে সেটাই বোঝাতে চাইলেন রাজ্যের মন্ত্রী।

মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে দিনহাটা শহরে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই সময়ই রাস্তা দিয়ে আসছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়। দুই কনভয় মুখোমুখি আসতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। বাদ পড়েননি দুই মন্ত্রীও। রীতিমতো ধস্তাধস্তি হয় দু’জনের। গতকাল রাতে দু পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। যা স্বাভাবিকভাবেই বিরাট আকার নেয়। বুধবার দিনহাটায় বন্‌ধের ডাক দিয়েছে তৃণমূল। এদিকে গোটা ঘটনায় রিপোর্ট নিয়েছেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *