আগরতলা, ২০ মার্চ : ত্রিপুরায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। আজ তাঁকে বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুভেচ্ছা জানিয়েছেন।
ইতিপূর্বে বর্তমান বিধানসভায় বিরোধী দলনেতা আসন অলংকৃত করেছেন তিপরা মথার বিধায়ক অনিমেষ দেববর্মা। কিন্তু তিপরা মথা শাসক জোটে সামিল হওয়ায় অনিমেষ দেববর্মা বর্তমানে মন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রধান বিরোধী দল হিসেবে বর্তমানে বিধানসভায় রয়েছে সিপিএম। সে মোতাবেক সিপিএম অধ্যক্ষের কাছে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতার পদ দেওয়ার দাবি জানিয়েছিল। আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন বিরোধী দলনেতার পদে দায়িত্ব নেওয়ার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, তেইশের বিধানসভা নির্বাচনে ভোটের নিরিখে সিপিএম প্রধান বিরোধী দলের সম্মান পেতে পারত। কিন্তু সংখ্যাতথ্যের ভিত্তিতে প্রধান বিরোধী দল হয়েছে তিপরা মথা।
তাছাড়া, তৎকালীন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার থেকেও বেশি শাসক দলের ভুল তিনি বিধানসভায় তুলে ধরতেন।