মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে আজও মাঠে নামবে দশটি দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী সোমবার কাটলো লড়াইহীন ভাবেই। ফের অংশগ্রহণকারী দলগুলি মাঠে নামতে চলেছে আগামীকাল মঙ্গলবার। সূচি অনুযায়ী এদিন অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ। বামুটিয়া তালতলা মাঠে দ্বীনের প্রথম ম্যাচে অংশ নেবে এডি নগর এবং নিউ প্লে সেন্টার। এই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ক্রিকেট অনুরাগী এবং এগিয়ে চলো সংঘ। এদিকে আগরতলা এমবিবি স্টেডিয়ামে সকালে প্রথম ম্যাচে অংশ নেবে ব্লাড মাউথ ক্লাব ও লালবাহাদুর ব্যয়ামাগার। অপরদিকে মেলাঘর শহীদ কাজল স্মৃতি ময়দানে ব্যাট বল হাতে নিয়ে নামবে জুটমিল প্লে সেন্টার ও চাম্পামুরা ক্রিকেট কোচিং সেন্টারের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *