সালেম, ১৯ মার্চ (হি.স.) : তামিলনাড়ুবাসী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে ভোট দিতে মনস্থির করেছে, মঙ্গলবার এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তামিলনাড়ুর সালেমে বিজেপির নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তামিলনাড়ুবাসী সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৯ এপ্রিল তাঁরা প্রতিটা ভোট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কেই দেবে। এবার ৪০০ পার হয়েই যাবে। তামিলনাড়ুতে বিজেপি যে জনসমর্থন পাচ্ছে সেটা সারা ভারতবাসী দেখছে এবং সেটা নিয়ে সর্বস্তরে আলোচনাও হচ্ছে। তিনি এদিন আরও বলেন, গতকাল আমি কোয়েম্বাটুরে রোড শো করেছি। সেখানে এনডিএ এবং মোদী সরকারের জনপ্রিয়তার ফলে ডিএমকে দলের রাতের ঘুম চলে গিয়েছে।