বিভ্রান্তিকর বিজ্ঞাপন, রামদেব-বালকৃষ্ণকে তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.): বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত রামদেবের সঙ্গে পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও ডেকে পাঠিয়েছে।

বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পতঞ্জলি। গত নভেম্বর মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ভুগতে হবে। মঙ্গলবার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট সাফ জানায়, আগের বার আদালতের রায়ের পরে সাংবাদিক সম্মেলন করার সময় পেয়েছিল পতঞ্জলি। কিন্তু আদালতের নোটিসের জবাব দেয়নি। তাই এই মামলার পরবর্তী শুনানির দিনে হাজির থাকতে হবে পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবকে। সংস্থার আরেক প্রধান বালাকৃষ্ণকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।