চন্ডিগড়, ১৯ মার্চ (হি.স.) : হরিয়ানা মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। মঙ্গলবার বিজেপির একঝাঁক নেতা-নেত্রী হরিয়ানা মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এঁদের মধ্যে রয়েছেন, ডঃ কমল গুপ্তা, সীমা ত্রিখা, মহিপাল ধান্দা, অসীম গোয়েল, ডাঃ অভে সিং যাদব, সুভাষ সুধা এবং বিষম্বর সিং। হরিয়ানা রাজ্যের রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় এঁদেরকে শপথবাক্য পাঠ করান। বিজেপির চন্ডিগড়ের কার্যালয়ে শপথবাক্য পাঠের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।