গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটির গড়চুক থানার অন্তর্গত কটাবাড়ি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আগুন লেগেছে মসজিদ সংলগ্ন এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গড়চুক থানা সূত্রে জানা গেছে, প্রায় তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন প্রথমে নিয়ন্ত্রণের বাইরে চলেয় যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রটি। অবশ্য ক্ষয়ক্ষতি হয়েছে জানালেও কতটি বসতবাড়ি বা বাণিজ্যকেন্দ্র পুড়েছে, এখনই তার সঠিক তথ্য দিতে পারেনি সূত্র।

