আগরতলা, ১৮ মার্চ : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে বিএসএফ ক্যাম্প সংলগ্ন লঙ্কামুড়া পাল পাড়ায় গৃহস্থের বাড়িতে চোরের দল হানা গবাদি পশু নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, বিএসঅফ ক্যাম্প সংলগ্ন লঙ্কামুড়া পাল পাড়ায় বাসিন্দা নারায়ণ রুদ্রপাল বাড়িতে চোরের দল হানা দিয়েছে। গতকাল রাতে চোরের দল গবাদি পশু নিয়ে পালিয়েছে। আজ সকালে বাড়ির লোকজন গবাদি পশু না দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।