বীরভূম, ১৮ মার্চ (হি.স.) : এক বিজেপি নেতার মৃত্যু ঘিরে সোমবার হইচই হয় বীরভূমে। রবিবার রাতেই মৃত্যু হয় বিজেপির তফসিলি জাতি-উপজাতি মোর্চার ৫ নম্বর মণ্ডল সভাপতি তন্ময় দাসের।
জানা যাচ্ছে, গতরাতে বীরভূমের নানুরে এক দলীয় বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। আর সোমবার শান্তিনিকেতন থানায় গিয়ে এ ব্যাপারে নিজেদের সন্দেহের কথা লিখিতভাবে জানিয়েছে বিজেপি। মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গেও কথা বলেছেন বিজেপির স্থানীয় নেতারা।
বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বক্তব্য, ‘নির্দিষ্ট করে কোনও অভিযোগ আমরা করিনি। কিন্তু গতকাল বৈঠক চলাকালীন তৃণমূলের জনৈক দুই-তিনজন ব্যক্তি প্রচণ্ড হুমকি দিয়েছিল। সেই কারণে আমাদের ধারণা, তৃণমূলের প্রচ্ছন্ন হুমকি ও ষড়যন্ত্রের কারণেই এটি ঘটেছে।’
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি আরও জানান, বিষয়টি নিয়ে মহকুমার পুলিশ আধিকারিকের সঙ্গেও তাঁদের কথা হয়েছে। তাঁর দাবি, কীভাবে মৃত্যু হল তফসিলি জাতি-উপজাতি মোর্চার মণ্ডল সভাপতির, সে বিষয়ে সঠিক তদন্ত করা হোক। মহকুমা পুলিশ আধিকারিকও তাঁদের এই বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা।

