লোকসভা নির্বাচনায় ঊনকোটি জেলায় মোট ভোটার ১,৯৪,৩০৫ জন

আগরতলা, ১৮ মার্চ: ঊনকোটি জেলায় ৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন ১,৯৪,৩০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৭,৩৯৩ জন ও মহিলা ভোটার ৯৬,৯১০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। সার্ভিস ভোটার রয়েছেন ৪১৭ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২২৫টি। এরমধ্যে ৮টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে।

 ঊনকোটি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক দিলীপ কুমার চাকমা গতকাল এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ৪টি ভোটগ্রহণ কেন্দ্র হবে দিব্যাঙ্গজন পরিচালিত। জেলায় থাকবে মোট ১৩টি নাকা পয়েন্ট।

 সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কুমার দে ও অরুণ সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *