মথুরাপুর,১৮ মার্চ (হি.স.) : নির্বাচনী জনসভায় বিরোধী দলের পঞ্চায়েত প্রধান সহ শতাধিক কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদারের সমর্থনে সোমবার মথুরাপুরে নির্বাচনী জনসভায় বিরোধী দলের পঞ্চায়েত প্রধানসহ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
সোমবার মথুরাপুরের ঘোড়াদল বাজারে নির্বাচনী জনসভায় দক্ষিণ লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের নির্দল প্রধান সহ বিজেপি ও আইএসএফ থেকে প্রায় ২০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নির্বাচনের আগে বিরোধী দলে ভাঙন অনেকটা অক্সিজেন দেবে রাজ্যের শাসক দলকে সেই প্রশ্ন থাকলেও এই ঘটনায় বিরোধীরা যে আরও খানিকটা কোনঠাসা হয়ে পড়বে সে বিষয়ে সন্দেহ নেই। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন , মথুরাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী বাপি হালদার সহ জেলা ব্লক নেতৃত্ব। বাপি বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন এই কর্মীরা।”