ফের হেরোইন সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় টহলদারি অব্যাহত রেখেছে। আর তখনই হেরোইন সহ আটক করা হয়েছে  ২ জনকে। সোমবার তাদের  আদালতে প্রেরন করেছে পুলিশ।

এদিন এয়ারপোর্ট থানা এলাকায় সন্দেহভাজন স্কুটিতে তল্লাশি চালিয়ে ৬.৫ গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়েছে ঊষা বাজার এলাকা থেকে। টিআর০১-এ-জে-৭৭১০ নম্বরের সন্দেহভাজন স্কুটিতে তল্লাশি চালিয়ে এই হেরোইন উদ্ধার হয়েছে। পরবর্তী সময়ে তাদের নিয়ে আসা হয় এয়ারপোর্ট থানায়। সোমবার তাদের বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদের  আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল।

জানা যায় তারা নরসিংগড় এলাকা থেকে নতুননগরের দিকে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *