ভোপাল, ১৮ মার্চ (হি. স.): লোকসভা ভোটের প্রাক্কালে মধ্যপ্রদেশে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ জাফর সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এছাড়া আরও ৬৪ জন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন।
সৈয়দ জাফর মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পাশাপাশি মিডিয়া প্যানেলিস্টও ছিলেন। সোমবার মধ্যপ্রদেশ বিজেপি দফতরে মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি ভিডি শর্মার উপস্থিতিতে জাফর বিজেপিতে যোগ দেন। সৈয়দ জাফরের পাশাপাশি দামোহ, পান্না-সহ অন্যান্য এলাকা থেকে ৬৪ জন কংগ্রেস নেতাও বিজেপিতে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘বিজেপির ঢেউ চলছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে মুগ্ধ হয়ে সৈয়দ জাফর বিজেপিতে যোগ দিয়েছেন।’