সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে জুটমিল কোচিং সেন্টার সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালে খেলা নিশ্চিত জুটমিল কোচিং সেন্টারে। টানা চার ম্যাচে জয় ছিনিয়ে জুটমিল কোচিং সেন্টার গ্রুপ-এ থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। দ্বিতীয় কোন্ দল সেমিফাইনালে পৌছুবে তা নির্ভর করছে তরুণ সংঘ ও ব্লাডমাউথ এর পরবর্তী ম্যাচগুলোর রেজাল্ট এর উপর। তালতলা স্কুল মাঠে শনিবার সকালের ম্যাচে জুট মিল কোচিং সেন্টার ত্রিশ রানের ব্যবধানে তরুণ সংঘ কে পরাজিত করেছে। শুরুতে টস জিতে জুটমিল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত কুড়ি ওভারে নয় উইকেটে ১৩১ সংগ্রহ করলে জবাবে তরুণ সংঘের ইনিংস গুটিয়ে যায় আট উইকেটে ১০১ রানে। বিজয়ী দলের ইন্দ্র রানী জামাতিয়া সর্বাধিক ৪৪ রান পেলেও নিকিতা সরকার দুর্দান্ত বোলিংয়ে স্বীকৃতি হিসেবে  প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।