(সংশোধন) “আইএনডিআই” জোট একটি স্বার্থপর জোট : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি. স.) : “আইএনডিআই” জোট একটি স্বার্থপর জোট, রবিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আইএনডিআই” জোট একটি স্বার্থপর এবং পারিবারিক রাজবংশের জোট। জনগণ প্রধানমন্ত্রী মোদীকে তাঁদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। কারণ তিনি দেশের জন্য এবং দেশ তাঁর জন্য। “আইএনডিআই” জোট পরিবারবাদকে সমর্থন করে।

উল্লেখ্য, লোকসভা ভোটের কর্মসূচি ঘোষণা হয়েছে ১৬ মার্চ। ১৯ এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে। ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।