বজালি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : বজালির ধুমরকুরে অবস্থিত দৈনিক বাজারে বিধ্ংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ঘটনা আজ রবিবার ভোররাতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বজালি এবং ভবানিপুর থেকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার ব্রিগেড এবং পুলিশের বিশাল দল। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় গোটা বাজার সমেত এলাকা রক্ষা পেয়েছে। কিন্তু রক্ষা করতে পারেনি ছয়টি দোকানঘর।
পুলিশের ধারণা, বৈদ্যুতিক গোলযোগের দরুন আগুনের সূত্রপাত। এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।