পাচারকালে প্রচুর চোরাইকাঠ বাজেয়াপ্ত, ধৃত ৬

আগরতলা, ১৬ মার্চ : গভীর রাতে টহলধারীর সময় ব্রহ্মাচূড়া কলাইপাড়া এলাকা থেকে প্রচুর পরিমান চোরাইকাঠ বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানার পুলিশ। বাজেয়াপ্ত কাঠের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুধাম্ভিক আর।

তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুধাম্ভিক আর অজ্ঞিয়েছন, গতকাল রাতে পুলিশের টহলধারী ছিল। তখন ব্রহ্মাচূড়া কলাইপাড়া এলাকায় টিআর০৪ডি১৬৭৩ নাম্বারের একটি গাড়িকে সন্দেহভাজন আটক করা হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই কাঠগুলি অবৈধভাবে পাচার করা হচ্ছে। সাথে সাথে কাঠ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাথে ৬ পাচারকারীকে আটক করা হয়েছে।