গাঁজা পাচারকালে পুলিশের জালে দুই

আগরতলা, ১৫ মার্চ : গাঁজা পাচারকালে পুলিশের জালে দুই যুবক। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা হবে বলে জনৈক পুলিশ অধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে আগরতলা পশ্চিম থানার পুলিশ যানবাহন তল্লাশি করার সময় সন্দেহ ভাজন দুই যুবককে বাইক সহ আটক করে। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা হবে বলে জানান তিনি।

ধৃত হলেন, হৃদয় মিয়া ও বারিক মিয়া। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।